!-- your other meta element -->
আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘ভোটটা আমরা উৎসবের মতো উদযাপন করতে চাই, কোনো ধরনের অভিযোগ করতে চাই না।’ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সেসময় তিনি আরও অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র বা অনুমতিপত্র দেয়নি। সে কারণেই মেয়েদের হলের ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’
ভোটগ্রহণ শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এই ছাত্রদল নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রার্থী হিসেবে নিজের ভোট দেওয়ার জন্য সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন।