!-- your other meta element -->
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, এই বৈঠকে আব্বাস আরাকচি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজে জানিয়েছেন, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকটি ইরান এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।