!-- your other meta element -->
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘাতে তেহরানের ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য জানান। তিনি বলেন, ‘অভিযান শুরুর পর থেকে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে, যা ইরানের মোট লঞ্চারের এক-তৃতীয়াংশ।’
আদ্রায়ি আরও যোগ করেন, গত রাতে প্রায় ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান মধ্য ইরানের ইসফাহানে অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালায়। এই হামলায় ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং কিছু ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ইরানের একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা বাড়তে শুরু করে। এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। এর প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এদিকে, পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই পাল্টাপাল্টি হামলা ও দাবির ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় আকারের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।