!-- your other meta element -->
তিন দিনব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের পর অবশেষে ইরানে আজ শনিবার (২২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা থেকে ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিবিসি।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা দাবি করেছে, সাইবার হামলার কারণে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এখন সেই হামলা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে, ফলে ধীরে ধীরে ইন্টারনেট চালু করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
গত কয়েক দিনে দেশটির প্রায় ৯১ মিলিয়ন মানুষ আন্তর্জাতিক যোগাযোগ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফোনকল, বার্তা এবং অনলাইন সংবাদ—সবই অচল হয়ে যায়। অনেকে দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
The Swiss knockoff website provides male and female wearers cheap and uk high end 2025 Cheap Super Clone Watches UK online.
Best-selling cheap 2025 Swiss Made Clone Watches review for men can be found from the online store. All the collections are available.
The discounted online store provides uk automatic Best Swiss Cloning Breitling Watches Outlet Watches Outlet for men with Swiss movements.
বিবিসির ইরান বিষয়ক সাংবাদিক ঘনচে হাবিবিয়াজাদ এক প্রতিবেদনে বলেন, “গত কয়েক দিন ধরে ইরানে ইন্টারনেট ছিল অত্যন্ত অনির্ভরযোগ্য ও টুকরো টুকরোভাবে চালু। এর ফলে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ অসম্ভব হয়ে পড়ে।”
এমন পরিস্থিতিকে ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইন্টারনেট ব্ল্যাকআউট হিসেবে বর্ণনা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে অতীতে রাজনৈতিক অস্থিরতা বা বিক্ষোভ দমনে ইন্টারনেট সীমিত করা হলেও এত ব্যাপক ও দীর্ঘ সময় ধরে পুরো জাতিকে বিচ্ছিন্ন করার নজির সাম্প্রতিক সময়ে ছিল না।
তবে ইরানের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্ল্যাকআউটের পূর্ণ ব্যাখ্যা দেয়নি। সরকারপন্থী সংবাদমাধ্যমগুলো কেবল বলছে, ‘জাতীয় নিরাপত্তা রক্ষায় সাইবার হুমকি প্রতিরোধে’ এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।