!-- your other meta element -->
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলায় জড়ায়, তবে তারা রেড সি বা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
চলছি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে একটি অনানুষ্ঠানিক সমঝোতা হয়, যার ফলে রেড সি’তে বাণিজ্যিক জাহাজে হামলা সাময়িকভাবে বন্ধ হয়। তবে হুথিরা জানায়, তারা মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পশ্চিমা জাহাজ ও বাণিজ্যপথে হামলা চালিয়ে আসছিল। তারা এ হামলাকে ফিলিস্তিনিদের প্রতি “সংহতির প্রতীক” হিসেবে দাবি করে।
Swiss automatic cheap reproduction Rolex watches UK at affordable prices for men and women.
Perfect Quality duplicate watches uk
Swiss made 1:1 cheap imitation rolex watches Shop Sale
এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হুথিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেন, যা পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের আমলে আরও জোরদার হয়।
বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং রেড সি’র গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।