!-- your other meta element -->
শিরোনাম:

Untitled

Wyjątkowe VOX casino online premie dla graczy: oferty wejściowe i pozostałe korzyści

brucebet casino – Państwa renomowany sektor rozrywki w sieci w polskim kraju

Pełne odniesienie do transferów funduszy VOX casino online i pobierania funduszy

Najlepszy przewodnik po transakcjach i wypłatach VOX casino online

‘ইরান পুন’র্দখলের’ ডাক দিলেন শাহের ছেলে রেজা পাহ’লভি

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : জুন ১৮, ২০২৫

ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইসলামিক প্রজাতন্ত্র এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এবং ইরানীদের জন্য এখনই ‘ইরান পুনর্দখলের’ উপযুক্ত সময়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওবার্তায় রেজা পাহলভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, খামেনি ‘ভীত ইঁদুরের মতো ভূগর্ভে লুকিয়ে আছেন এবং দেশের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছেন।’

নির্বাসিত এই নেতা বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের পতন শুরু হয়ে গেছে। যা শুরু হয়েছে তা অপ্রতিরোধ্য। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমরা একসঙ্গে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করব। এখনই সময় উঠে দাঁড়ানোর, ইরানকে ফিরিয়ে আনার। শীঘ্রই আমি তোমাদের সঙ্গে মিলিত হব।’







তিনি ইরানে যুদ্ধ ঠেকাতে নিজের অতীত প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ইরানি জনগণের বিরুদ্ধে ৪৬ বছরের যে যুদ্ধ চলছে, তার অবসান হবে এই শাসনব্যবস্থার পতনের মধ্য দিয়ে। দেশজুড়ে যে দমনযন্ত্র চালু ছিল, তা একে একে ভেঙে পড়ছে। কেবল একটি সর্বজনীন বিদ্রোহই এই দুঃস্বপ্নের শেষ টানতে পারে।’

ইরানের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চলুন আমরা সকলে এগিয়ে আসি। বন্দর আব্বাস থেকে বন্দর আনজালি, শিরাজ থেকে ইসফাহান, তাবরিজ থেকে জাহেদান, মাশহাদ থেকে আহভাজ—সবাই একসঙ্গে এই শাসনের অবসান ঘটাই।’

ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর দেশে অরাজকতা বা গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়ে রেজা পাহলভি বলেন, ‘আমাদের হাতে ইরানের ভবিষ্যৎ ও সমৃদ্ধির পরিকল্পনা আছে। ভয় পাবেন না। শাসন পতনের পর প্রথম ১০০ দিন, পরিবর্তনকালীন সময় এবং জনগণের দ্বারা, জনগণের জন্য একটি গণতান্ত্রিক সরকার গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে।’

ইরানের সেনাবাহিনী, পুলিশ ও সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাকে বার্তা পাঠাচ্ছেন, তাদের বলছি, এই পতনশীল শাসনের জন্য ইরানি জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণের পাশে দাঁড়িয়ে ইতিহাসে স্থান করে নিন এবং দেশের এই পরিবর্তনে ঐতিহাসিক ভূমিকা রাখুন।’

পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, ‘এই মরণাপন্ন সন্ত্রাসী শাসনব্যবস্থাকে আর সাহায্য করবেন না।’

কে এই রেজা পাহলভি

রেজা পাহলভি হলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার পিতার পশ্চিমঘেঁষা রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত রেজা পাহলভি সরাসরি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা না বললেও, তিনি ইরানে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমর্থন আদায়ে কাজ করছেন। এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভেও তিনি সোচ্চার ছিলেন।

Facebook Comments Box

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত