!-- your other meta element -->
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি অভিযোগ করেছে, এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্রায়নের অপচেষ্টা চালাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি স্মারকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর কৌশলগত নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি তৈরি করছে। এটি এক ধরনের উসকানিমূলক পদক্ষেপ, যা বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে।’
উল্লেখ্য, ট্রাম্প গত সপ্তাহে এই পরিকল্পনার প্রাথমিক অর্থায়ন ও বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তিনি এই পরিকল্পনাকে ‘দেশের সাফল্য ও অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেও অভিহিত করেন। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনার বাস্তবায়ন প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে বেশ জটিল ও অত্যন্ত ব্যয়বহুল হতে পারে।
কেসিএনএতে প্রকাশিত স্মারকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। এই উদ্যোগ কেবল বিশ্বের নিরাপত্তা পরিবেশকেই নষ্ট করছে না, বরং এটিকে পারমাণবিক যুদ্ধক্ষেত্রেও পরিণত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে ওয়াশিংটন সিউলের প্রধান নিরাপত্তা মিত্র হিসেবে উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করেছে। এছাড়াও, এই অঞ্চলে বিমানবাহী রণতরী ও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের মতো কৌশলগত সামরিক সরঞ্জামের উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, পিয়ংইয়ং বারবার নিজেকে একটি ‘অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধারী দেশ’ হিসেবে ঘোষণা দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক অনুশীলনকে ‘আক্রমণের প্রস্তুতি’ বলে নিন্দা করে আসছে।
এদিকে, চীনও যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিংয়ের মতে, এই পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে, রাশিয়া বিষয়টিকে ‘যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করলেও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে।