!-- your other meta element -->
বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এসময় তারা প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রকাশ্যে একত্রে হাজির হবেন। যা পশ্চিমা চাপের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর ইঙ্গিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ কুচকাওয়াজে ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। তবে পশ্চিমা দেশগুলোর কোনো নেতা আমন্ত্রণ পাননি। কেবলমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ডাকা হয়েছে। যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। কুচকাওয়াজে চীন তাদের শত শত বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ সর্বশেষ সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী।
চীনে তিন নেতার দেখা হওয়ার বিষয়টি উদ্বেগের হতে পারে পশ্চিমা দেশগুলোর।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আয়োজনে শুধু চীন ও গ্লোবাল সাউথের মধ্যকার সংহতির বার্তাই দেবেন না। বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেও দৃঢ় সংহতির প্রকাশ ঘটাবেন।