!-- your other meta element -->
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকেই। তবে টিউশন ফি, জীবনযাপন ব্যয় বা ভ্রমণ খরচের কারণে সেই স্বপ্ন পূরণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের জন্য সুখবর হল নেদারল্যান্ডস এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ দিচ্ছে। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় বাংলাদেশসহ মোট ৬৯টি দেশের শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন।
যেসব সুবিধা থাকছে
সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে।
ভ্রমণ ব্যয় দেওয়া হবে।
মাসিক জীবনযাপন খরচ কভার করবে বৃত্তি।
স্বাস্থ্যবিমার সুবিধা থাকবে।
বই কেনার জন্য আলাদা অর্থ দেয়া হবে।
আবেদন করার যোগ্যতা
প্রার্থীদের একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৫।
বিদেশে পড়াশোনার গন্তব্য হিসেবে নেদারল্যান্ডস বর্তমানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপের অন্যান্য রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা, প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ এবং ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার শিক্ষার্থীদের কাছে দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।