!-- your other meta element -->
ইউক্রেনে রুশ আগ্রাসন অব্যাহত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, ‘পুতিন বুঝতে পারছেন না যে আমি (ট্রাম্প) না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত। আমি বলতে চাইছি সত্যিকারের খারাপ ঘটনা। তিনি আগুন নিয়ে খেলছেন।’
এর আগে গত রোববারও ট্রাম্প পুতিনকে ‘উন্মাদ’ বলে আখ্যা দিয়েছিলেন। রাশিয়া টানা তিন রাত ধরে ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালানোর পর তিনি পুতিনকে ‘একেবারে পাগল’ হয়ে গেছেন বলে মন্তব্য করেন। পুতিনের আচরণে নিজের বিভ্রান্তির কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু তার সঙ্গে কিছু একটা ঘটেছে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়া যদি পুরো ইউক্রেন দখল করতে চায়, তবে তা রাশিয়াকে পতনের দিকে ঠেলে দেবে।
এদিকে, ট্রাম্পের এসব সমালোচনামূলক মন্তব্যকে ‘আবেগের মাত্রারিক্ত প্রতিক্রিয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে এ ধরনের মন্তব্য করছেন।
উল্লেখ্য, গত শনিবার রাত থেকে ইউক্রেনে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।