!-- your other meta element -->
সুদানের পূর্বাঞ্চলীয় শহর পোর্ট সুদানে বৃহস্পতিবার সকালে টানা পঞ্চম দিনের মতো নতুন করে ড্রোন হামলা হয়েছে। দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সুদানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই হামলা প্রতিহত করেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, পোর্ট সুদানে বিমান বাহিনী কলেজের সদর দপ্তরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়।
এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে সেনাবাহিনী বা আরএসএফ-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আরএসএফ-এর সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর লোহিত সাগর তীরবর্তী এই শহরটি সুদানের অস্থায়ী প্রশাসনিক রাজধানী এবং কার্যত সরকারের কেন্দ্রে পরিণত হয়েছে।
সুদানি কর্মকর্তারা বারবার বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ-এর বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় শহর মেরো, ডোংগোলা, দাব্বা এবং আটবারায় বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে ড্রোন হামলার অভিযোগ করে আসছেন।
২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে লড়াই চলছে। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই সংঘাতে ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে, মার্কিন গবেষকদের এক সমীক্ষায় এই নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার বলে উল্লেখ করা হয়েছে।