!-- your other meta element -->
র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যে ৫০ শতাংশ হারে যে শুল্ক আরোপ করেছেন, তার মোকাবিলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে ধারণা করছেন অনেক পর্যবেক্ষক। সেই প্রেক্ষাপটে রোববারের এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চীনা প্রেসিডেন্ট বৈঠকে বলেছেন, ‘চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় – বরং সহযোগিতার অংশীদার।’
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, দুই দেশের মধ্যে এখন একটা ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ বিরাজ করছে
চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) যে শীর্ষ সম্মেলন চলছে, তার সাইডলাইনেই এই দুই নেতা নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন।
সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন নরেন্দ্র মোদি।
প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৈঠকে মোদি আরও জানান, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে – যদিও এর জন্য তিনি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি
২০২০ সালের জুনে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই চীন-ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল।