!-- your other meta element -->
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদকে অপসারণের পর তার স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক শেষে পরিচালক ইফতেখার রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। বৈঠকে সহ-সভাপতি পদে নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছিল। এরপর সংস্থাটি জানিয়েছে, বোর্ডের গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুসারে আমিনুল ইসলামকে বিসিবির সরকার মনোনীত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আমিনুল ইসলাম বুলবুল এক যুগের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে তিনি অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন এবং দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিও করেছিলেন। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তিনি ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে তিনি কোচিং শুরু করেছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন। আগামী মাসে তার এই চুক্তির মেয়াদ শেষ হবে। এ ছাড়া তিনি আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান ছিলেন।
এদিকে সাবেক এই অধিনায়ক জানান, তিনি আইসিসির সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন এবং এই পদ গ্রহণে সংস্থাটির কোনো আপত্তি পাননি। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াকে তিনি স্বল্পমেয়াদী প্রতিশ্রুতি হিসাবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, আমিনুল ইসলাম নতুন সভাপতি হিসেবে আগামী অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।