!-- your other meta element -->
ঢাকা, ১২ মে ২০২৫:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আজ সকাল থেকেই এয়ারপোর্ট রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী। বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বেগম জিয়ার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিমানবন্দরের সামনে থেকে শুরু করে কুর্মিটোলা, খিলক্ষেত, বনানী ও মহাখালী পর্যন্ত পুরো এয়ারপোর্ট রোডজুড়ে দলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতে ফুল, ব্যানার ও খালেদা জিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন। বিভিন্ন জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরাও নিজ নিজ ব্যানার নিয়ে এই স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও সক্রিয়ভাবে সমন্বয় করেছেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় ছিল।
স্বাগত জানাতে আসা একজন যুবদল নেতা জানান, “আমাদের নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আজকে তাকে দেশে ফিরে পেয়ে আমরা আবেগাপ্লুত। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।”
এদিকে, যানজট ও জনসমাগমের কারণে সাময়িকভাবে এয়ারপোর্ট রোডে যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটে। তবে পুলিশ ও ট্রাফিক বিভাগের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।
বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও নেত্রীর প্রতি দলের অনুগতদের ভালবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।