!-- your other meta element -->
ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীরা মধ্য ইংল্যান্ডের একটি রয়েল এয়ার ফোর্সের ঘাঁটিতে হামলা চালিয়েছে। শুক্রবার (২০ জুন) এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা জ্বালানি সরবরাহ এবং পরিবহনের কাজে ব্যবহৃত দুটি বিমান ভাঙচুর করার পাশাপাশি লাল রংয়ের স্প্রে করে। খবর রয়টার্স
ফিলিস্তিনি অ্যাকশন নামের ওই সংগঠন জানিয়েছে, দুজন সদস্য অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ঘাঁটিতে প্রবেশ করে বিমানের ইঞ্জিনে রং মেখে দেয় এবং লোহার রড দিয়ে ভয়েজার বিমান ভাঙচুর করে।
সংগঠনটি এক্স পোস্টে এক ভিডিও বাতায় জানিয়েছে, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিন্দা জানানো সত্ত্বেয় ব্রিটেন সামরিক জাহাজ পাঠাচ্ছে এবং গাজার ওপর দিয়ে গুপ্তচর বিমান পাঠিয়ে মার্কিন অথবা ইসরায়েলি বিমানে জ্বালানি সরবরাহ করছে।
সংস্থাটি বিবৃতিতে আরও জানিয়েছে, “ব্রিটেন শুধু গাজা যুদ্ধে জড়িত নয় বরং সক্রিয়ভাবে গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাপরাধ করছে।”
এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স পোস্টে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ভাঙচুরের ঘটনা লজ্জাজনক। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয় এবং পুলিশ এর তদন্ত করছে।
আরও পড়ুন: আবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কাঁপলো জেরুজালেম-তেল আবিব
ব্রিটিশ প্রতিরক্ষমন্ত্রী জানিয়েছেন, যারা আমাদের রক্ষা করে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কিয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য সরকার ব্রিটিশ প্রতিরক্ষা নিরাপত্তার সকল দিক পর্যলোচনা করছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ প্রতিরক্ষা ফার্ম এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের অন্যান্য কোম্পানি ফিলিস্তিনি অ্যাকশনকে টার্গেট করে আসছে।