!-- your other meta element -->
রত ভাগ করার ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ কথা কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। যা নিয়ে বিতর্ক চরে। ৭৮ বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনও যেন এই বর্ণবাদীর চোখে একটা ‘খেলনা’। যেন, যখন ইচ্ছে হয়, তখন সেটিকে ভেঙে দেওয়া যায়! আজ, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং এটি একটি পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে চলেছে। এহেন ভারতকে ভাঙার বার্তা দিলেন ন্যাটোর এই কর্মকর্তা।
খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্কের চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি ভারত। এদিকে ইউরোপ ভারতের থেকে রাশিয়ার তেল কিনছে শোধনের পর। এরই মধ্যে ফুটে উঠল ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা। গুনথার ভারতকে ধর্ম এবং জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন। এ সংক্রান্ত একটি ম্যাপ তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।