!-- your other meta element -->
ক্রিকেটের ইতিহাসে অদ্ভুত এক অধ্যায় রচনা করল ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের একটি দল। রিচমন্ড ক্রিকেট ক্লাব ৪২৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৫.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ২ রানে। এই স্কোর ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৪ মে, মিডলসেক্স কাউন্টি লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানে। প্রতিপক্ষ নর্থ লন্ডন সিসি টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪২৬ রান করে। ড্যান সিমন্স একাই করেন ১৪০ রান। তার পাশাপাশি জ্যাক লেভিথ ৪৩ এবং নাবিল আব্রাহামস ৪২ রান যোগ করেন।
তবে রিচমন্ড সিসির ব্যাটসম্যানরা সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে এক অভাবনীয় বিপর্যয়ের মুখে পড়ে। দলের ৮ জন ব্যাটার কোনো রান না করেই ফিরেন। দুই ব্যাটসম্যান এক রান করে তুললেও দলীয় ইনিংস থেমে যায় মাত্র ২ রানে। ফলে ম্যাচটি শেষ হয় ৪২৪ রানের বিশাল পরাজয়ে।
এই স্কোর ভেঙে দিয়েছে ১৮১০ সালের প্রথম শ্রেণির ক্রিকেটে করা সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড। সেবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্য বিএস নামের একটি দল অলআউট হয়েছিল মাত্র ৬ রানে। এর ৬৭ বছর পর ১৮৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ১২ রানে অলআউট হয় মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ওই ম্যাচে ছয়জন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি।
আধুনিক যুগে আন্তর্জাতিক ক্রিকেটেও এমন অদ্ভুত স্কোরের নজির আছে। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড ১৯৫৫ সালে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ৩৫ রানে গুটিয়ে যায়। টি-টোয়েন্টিতে ২০২৪ সালেই আইভরি কোস্ট মাত্র ৭ রানে অলআউট হয় নাইজেরিয়ার বিপক্ষে।
রিচমন্ড সিসির এই হতাশাজনক স্কোর ক্রিকেটপ্রেমীদের হতবাক করে দিয়েছে। যেখানে আধুনিক ক্রিকেটে রানের বন্যা বইছে, সেখানে মাত্র ২ রানে একটি দল অলআউট হয়ে যাওয়া নিঃসন্দেহে এক বিস্ময়কর ও লজ্জাজনক রেকর্ড হয়ে থাকল।