শিরোনাম:

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

ইচ্ছা আছিলো পড়ালেহা করে মায়ের কষ্ট দূর করমু

কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসছিল

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় ওই এলাকার মৃত ধন মিয়ার বাড়ির ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবক ওই এলাকার নয় বলে জানিয়েছে স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত