শিরোনাম:

আবার ক্ষমতা পাবো তথন কোথায় যাবে

দুই সন্তান হত্যার দায় স্বীকার করলেন মা

রাশিয়ার হুঁশিয়ারি: টরাস ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি ইউক্রেন-যুদ্ধে জড়াবে জার্মানি

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ছাত্রদের নতুন দলকে আল্টিমেটাম দিলেন সাংবাদিক ইলিয়াস

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক নানা গুঞ্জনের মধ্যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এক চাঞ্চল্যকর দাবি করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় আনতে পারে।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি থেকে ২৪ ঘণ্টার মধ্যে মাজহারুল নামের এক ব্যক্তিকে বহিষ্কার করতে হবে, যিনি মাদকাসক্ত বলে তার দাবি।

ইলিয়াস হোসাইন আরও বলেন, “মাজহারুল শ্রমিক প্রতিনিধি পরিচয়ে ইসলামবিরোধী মন্তব্য করেছেন। তাকে দলে নেওয়ার বিষয়ে দেশের মুসলমানদের কাছে জবাবদিহি করতে হবে।”

এছাড়া, তিনি স্পষ্ট করেন যে, যদি দল বাখাল রাহা ও সমকামিতার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার না করে, তবে তিনি দলের বিরুদ্ধে সম্পূর্ণ বয়কটের ডাক দেবেন।

ইলিয়াস হোসাইনের এই ঘোষণার ফলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও দলটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে এই ইস্যু নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত