বগুড়ায় শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ধর্ষকের মাথায় জমটুপি পরিয়ে এবং হাতে-কোমড়ে দড়ি বেঁধে প্রতীকী প্রতিবাদ করে।
বিক্ষোভের শুরুতে, বেলা সাড়ে ১১টার দিকে, বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতমাথায় সমবেত হন। এরপর তারা একটি মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা একটি প্রতীকী ধর্ষককে সঙ্গে নিয়ে যান, যার মাথায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের কালো টুপি পরানো ছিল। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে আমি কে.. আছিয়া আছিয়া।’
সমাবেশে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন যে, ধর্ষকের বিচার দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা প্রশ্ন করেন, ধর্ষণের বিচার করতে কেন ১৮০ দিন সময় লাগবে? তারা আরও বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে ধর্ষণের শিকার হতেন, তাহলে তিনি কি করতেন?
এ সময় অন্য শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়ার ধর্ষককে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শিক্ষার্থীরা সতর্ক করে দেন যে, যদি দ্রুত সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করা না যায়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুন। সমাবেশে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিনটি দাবি তুলে ধরেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সদস্য সচিব সাকিব খান বলেন, যদি দ্রুত সময়ে আছিয়ার ধর্ষকদের বিচার নিশ্চিত না করা হয়, তাহলে আবারও তীব্র আন্দোলন গড়ে উঠবে। তিনি আইন উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ধর্ষণের শাস্তি কঠোর থেকে কঠোরতর করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।