আরও দুই মাস সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে কোস্টগার্ড ও বিজিবি’তে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাও অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এই ক্ষমতা বলবৎ থাকবে।
এর আগে, গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর দুই মাস করে মেয়াদ বাড়ানোর পর আজ আরও দুই মাসের জন্য তা সম্প্রসারণ করা হলো।