শিরোনাম:

রাশিয়ার হুঁশিয়ারি: টরাস ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি ইউক্রেন-যুদ্ধে জড়াবে জার্মানি

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

সাঁড়াশি অভিযানে রাজধানীতে ডাকাতসহ গ্রেপ্তার ১৯৬

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৫

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় ১৯৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৫ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।

ডিএমপি জানায়, গেল ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১১ জন ডাকাত ও ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী ছাড়াও ৩ জন চাঁদাবাজ, ৮ জন চোর, ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে নানা অপরাধে ব্যবহৃত একটি সামুরাই, ৩টি চাকু, ২টি দা, একটি সুইচ গিয়ার, ৫টি লোহার রড, ৩টি ল্যাপটপ, ২০টি টিন, একটি প্রাইভেটকারসহ নগদ ১ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানে ১০ হাজার ৩২০ পিস ইয়াবা, ৪৬৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন ছাড়াও ৪টি নরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৫৭টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এরমধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। এছাড়াও মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

 

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত