শিরোনাম:

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

ইচ্ছা আছিলো পড়ালেহা করে মায়ের কষ্ট দূর করমু

১১০ কেজি ওজনের কই ভোলা মাছ

ঢাকাসহ ৫ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : মার্চ ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া, এসব অঞ্চলের কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার, আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী স্বাভাবিক লঘুচাপের কারণে সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। বুধবার সিলেট বিভাগের দু-একটি স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত