শিরোনাম:

আবার ক্ষমতা পাবো তথন কোথায় যাবে

দুই সন্তান হত্যার দায় স্বীকার করলেন মা

রাশিয়ার হুঁশিয়ারি: টরাস ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি ইউক্রেন-যুদ্ধে জড়াবে জার্মানি

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টির

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

আজ নারায়ণগঞ্জে এক ভার্চুয়াল ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা, জাতীয় নাগরিক পার্টি, এই দাবি জানাচ্ছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিনটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন। আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না হলে, আবার কোনো একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের জন্ম হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা নির্বাচনের আগে দৃশ্যমান বিচার দাবি করছি।’

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টিরজুলাইয়ের গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা এবং তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম

আজ নারায়ণগঞ্জে এক ভার্চুয়াল ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা, জাতীয় নাগরিক পার্টি, এই দাবি জানাচ্ছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিনটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন। আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না হলে, আবার কোনো একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের জন্ম হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা নির্বাচনের আগে দৃশ্যমান বিচার দাবি করছি।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে।

‘মানুষ আসলে পরিবর্তন চায়। কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল পুরনো বন্দোবস্তকে সমর্থন করছে এবং সংস্কারের ব্যাপারে অনীহা প্রকাশ করছে। জাতীয় নাগরিক পার্টি এবং যারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানে একসাথে ছিলাম, তারা সংস্কার ও পরিবর্তনের জন্য কাজ করে যাব।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমরা তা নেব। আর জনগণের অধিকারের কথা বলার পাশাপাশি চাঁদাবাজি ও জমি দখলের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।’

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজে গতকাল সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখার আয়োজনে এক ইফতার মাহফিলে দলটির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা, বা আওয়ামী লীগের ‘ভালো’ আর ‘মন্দ’র পার্থক্য করার চেষ্টা যারাই করবে, তারাই আমাদের শত্রু। আওয়ামী লীগকে যারা বন্ধু ভাববে, তারাও আমাদের বিরোধী।’

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত