শিরোনাম:

আবার ক্ষমতা পাবো তথন কোথায় যাবে

দুই সন্তান হত্যার দায় স্বীকার করলেন মা

রাশিয়ার হুঁশিয়ারি: টরাস ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি ইউক্রেন-যুদ্ধে জড়াবে জার্মানি

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

গাজায় পানি সরবরাহ ৭০ শতাংশ কমে গেছে, তীব্র সংকটের আশঙ্কা

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৫

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় মেকোরট কোম্পানির পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় তীব্র পানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (৫ এপ্রিল) এই পদক্ষেপের ফলে গাজায় মোট পানির সরবরাহের ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজা পৌরসভা।

গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় অবস্থিত প্রধান পাইপলাইনে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে এই এলাকায় ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে।

পানি সরবরাহ বন্ধের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। হোসনি মেহান্না বলেন, এর পেছনে সরাসরি সামরিক কার্যকলাপ অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের রাজনৈতিক সিদ্ধান্ত – যে কারণই থাকুক না কেন, এর পরিণাম ভয়াবহ হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শিগগিরই মেকোরট থেকে পানি সরবরাহ পুনরায় শুরু না হলে গাজায় একটি ভয়াবহ পানি সংকট দেখা দিতে পারে।

পাইপলাইনটি ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা পরিদর্শন করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

দীর্ঘদিনের অবরোধ, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা ইতোমধ্যেই পরিষ্কার পানির তীব্র সংকটে ভুগছে। বর্তমান মানবিক সংকট এই ঝুঁকিকে আরও প্রকট করে তুলেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক হামলায় গাজায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্চ মাসে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল আবার হামলা শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত