শিরোনাম:

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

ইচ্ছা আছিলো পড়ালেহা করে মায়ের কষ্ট দূর করমু

১১০ কেজি ওজনের কই ভোলা মাছ

ওয়াজ মাহফিলে না গিয়েও নেন টাকা, বক্তার বিরুদ্ধে মামলা

৯ এপ্রিল বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৫

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রবিবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এ তথ্য জানান।

স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি অনুযায়ী ২৯ মার্চ এ অনুমোদন দেওয়া হয়েছে। বিদেশি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিবন্ধনও স্টারলিংক সম্পন্ন করেছে।

কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের জন্য স্টারলিংক গতকাল রবিবার আবেদন করার কথা বলে জানান বিডা চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী আবেদন করলে লাইসেন্স অনুমোদন পেতে কোনো বাধা থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

আগামী ৯ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক প্রদর্শন করা হবে। সম্মেলনের অংশগ্রহণকারীরা সেবাটি ব্যবহার করতে পারবেন এবং সম্মেলনের সরাসরি সম্প্রচারও স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে করা হবে।

গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মধ্যে টেলিফোনে বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা হয়েছিল।

স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। এটি গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে এবং তরুণদের ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেটভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত