শিরোনাম:

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

ইচ্ছা আছিলো পড়ালেহা করে মায়ের কষ্ট দূর করমু

জামায়াত নেতাকর্মীদের ভ্রমণের বাস উল্টে নিহত ৩

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৫

জামায়াত নেতাকর্মীদের ভ্রমণের বাস উল্টে নিহত ৩

রাজশাহীর খড়খড়িতে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় অর্ধশত বাসযাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে।

গত রবিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বাস রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েক জামায়াত নেতার কবর জিয়ারত ও কয়েকটি এলাকায় ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন সংঘর্ষে ৩ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় জামায়াত নেতাদের কাছ থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাস নিয়ে শিক্ষা সফর ও জিয়ারতে যাচ্ছিলেন। প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েক জামায়াত নেতার কবর জিয়ারতসহ কয়েকটি এলাকা ঘুরে দেখার কথা ছিল। দুই বাসে প্রায় ৯০ জামায়াত নেতাকর্মী ছিলেন।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত