শিরোনাম:

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

ইচ্ছা আছিলো পড়ালেহা করে মায়ের কষ্ট দূর করমু

বিদ্যুৎ ছিল না কেন্দ্রে, মোমবাতি জ্বালিয়ে হলো এসএসসি পরীক্ষা

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ১৫ মিনিট মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সে কারণে ৬৩৬ জন পরীক্ষার্থীকে এসময় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সে কারণে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। একই কারণে হলে পর্যাপ্ত আলো পাচ্ছিল না পরীক্ষার্থীরা। পরে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম বলেন, বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। পাশেই বড় বাজার রয়েছে। ওই বাজার থেকে পর্যাপ্ত মোমবাতি এনে পরীক্ষা শুরুর আগেই জ্বালিয়ে দেওয়া হয়। ১৫ মিনিট পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে। পরে বিদ্যুৎ চলে আসে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত