কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় রাকিব বিশ্বাস (৩০) নামের এক যুবদল নেতাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেছেন ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১০ এপ্রিল) রাতে বাবলাতলা বাজারের নিউ মার্কেটের পশ্চিম পাশে বালুর মাঠে এ ঘটনা ঘটে। এসময় পিটিয়ে রাকিবের বাম পা ভেঙে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়।
রাকিব বিশ্বাস ধুলাসার ইউনিয়ন যুবদলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
তিনি জানান, বুধবার সকালে ইউনিয়ন পরিষদ ৮০ কেজি চাল বিতরণ করে। তিনি জানতে পারেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক (মাষ্টার) কিছু নিবন্ধিত জেলের কার্ড ছিনিয়ে নেন এবং পছন্দসই ব্যক্তিদের চাল দেন। এরপর তিনি প্রতিবাদ জানালে বিতরণ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কথাকাটাকাটির পর রাকিবকে রাত ৯টায় সড়ক থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়।
রাকিব বলেন, তার প্রতিবাদে আবু বক্কর ছিদ্দিকের সাথে তর্কবিতর্কের পর, তার উপর হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠিসোটা, বগি, পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে ফেলে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিক দাবি করেন, তার সাথে রাকিবের কোনো কথা কাটাকাটি হয়নি এবং তিনি মারধরের বিষয়ে কিছু জানেন না। অভিযুক্ত যুবদল নেতা ওসমান গাজী এবং পিন্টু থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।