শিরোনাম:

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

ইচ্ছা আছিলো পড়ালেহা করে মায়ের কষ্ট দূর করমু

মিরপুরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৫

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে মিরপুরে অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিরপুর-১২ এর বিহারি ক্যাম্পের বাজার সংলগ্ন রোডের কয়েকটি স্থানে মাটি খুঁড়ে স্থাপিত অবৈধ লাইন কিলিং করা হয়। এতে ক্যাম্পের বাজার সংলগ্ন গলিতে অবস্থিত অবৈধভাবে স্থাপিত ৪০ ফুট বিতরণ লাইন অপসারণ করায় আনুমানিক ৩৫টি বাড়িতে অবস্থিত অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়।এ সময় ২টি রেগুলেটর ও ২টি লক-উইং কক জব্দ করা হয়েছে।

একই এলাকার পূর্বে বিচ্ছিন্নকৃত সংযোগ হতে অনুমোদন ব্যতিত পুনরায় সংযোগ নেওয়ায় গ্রাহকের অনুমোদিত ১টি সিঙ্গেল চুলা ও অবৈধ ১১টি ডাবল চুলা সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১টি রেগুলেটর ও ১টি লক-উইং কক অপসারণ করা হয়েছে।

এছাড়া মিরপুর ১২ এর ১ নম্বর রোডে গ্যাস সংযোগের কাগজ দেখাতে না পারায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং ১৫ ফুট সার্ভিস লাইন অপসারণ করে গ্যাস লাইনটি কিলিং করা হয়। এ সময় ১টি রেগুলেটর ও ১টি লক-উইং কক অপসারণ করা হয়েছে। একই এলাকার মসজিদ সংলগ্ন রোডে মাটি খুঁড়ে স্থাপিত অবৈধ গ্যাস লাইন কিলিং করা হয়েছে। বিহারি ক্যাম্প বাজার সংলগ্ন গলিতে অবস্থিত অবৈধভাবে স্থাপিত ২০ ফুট বিতরণ লাইন অপসারণ করায় আনুমানিক ২০টি বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়েছে। এ সময় ১টি রেগুলেটর ও ১টি লক-উইং কক জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে অভিযুক্তদের স্পটে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে কোনোরূপ দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত