নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর দিনেই ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা—অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছেন পিএসএলের খেলোয়াড়রা।
শুক্রবার বিকেলে ইসলামাবাদের পাঁচতারকা হোটেল ‘সেরেনা হোটেল’-এর সাততলার একটি কক্ষে হঠাৎ করে আগুন ধরে যায়। এই হোটেলেই পিএসএলের বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটার এবং স্টাফরা অবস্থান করছিলেন।
সামা টিভির বরাতে জানা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই রাজধানীর ফায়ার সার্ভিস বিভাগ দ্রুত পদক্ষেপ নেয়। ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (CDA) জরুরি বিভাগের পরিচালক জাফর ইকবাল জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি অগ্নিনির্বাপক গাড়ি এবং প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
জেলা প্রশাসনের মুখপাত্র জানান, হোটেলের সর্বোচ্চ তলায় আগুন লাগলেও তা অন্য ফ্লোরে ছড়িয়ে পড়েনি। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিরাপত্তার স্বার্থে পিএসএল খেলোয়াড়, স্টাফ এবং অন্যান্য অতিথিদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং পুরো হোটেল চত্বর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন নিশ্চিত করেছে, এটি কোনো ধরনের নাশকতা নয়। অবকাঠামোগত ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
পিএসএলের মতো আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টের শুরুতেই এমন ঘটনা কিছুটা আতঙ্ক তৈরি করলেও দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এখন সব চোখ পিএসএলের মাঠের লড়াইয়ের দিকে।