শিরোনাম:

রাশিয়ার হুঁশিয়ারি: টরাস ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি ইউক্রেন-যুদ্ধে জড়াবে জার্মানি

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি

নির্বাচনের আগে জামায়াত আমিরের তিন শর্ত

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গরুর গাড়ি

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৫

বর্ণিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভাবনের সামন থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।

সরেজমিনে দেখা যায়, বেরোবি ক্যাম্পাস প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। নজর কাড়তে নাঙ্গল-জোয়াল ও রঙিন পোশাকে গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন তারা।

বেরোবি শিক্ষার্থী সুফিয়া আক্তার বলেন, ক্যাম্পাসে প্রথমবারের মতো এরকম শোভাযাত্রায় অংশ নিয়ে খুবই ভালো লাগছে। বন্ধু-বান্ধব সবাই মিলে উপভোগ করেছি।

ফরহাদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, এত মানুষ একসঙ্গে হওয়ার আনন্দ অনেক। ঐতিহ্যকে এভাবে উদযাপন করার অনুভূতি অন্যরকম।

এদিকে ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোর সামনে প্রতিটি বিভাগ থেকে বৈশাখী মেলার স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে গ্রামীণ বিভিন্ন খাবার ফলমূল ও জিনিসপত্র রাখা হয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত