শিরোনাম:

আবার ক্ষমতা পাবো তথন কোথায় যাবে

দুই সন্তান হত্যার দায় স্বীকার করলেন মা

রাশিয়ার হুঁশিয়ারি: টরাস ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি ইউক্রেন-যুদ্ধে জড়াবে জার্মানি

১০ লাখ টাকার চেক সঙ্গে সোনার মেডেল, ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা

৪ ওভার বোলিং করে কত টাকা পুরস্কার পেলেন রিশাদ

ডেইলি রিপোর্টঃ
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র একটি উইকেট! সেটি পেলেই ইতিহাস গড়তেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড হয়ে যেত তার নামে। কিন্তু ভাগ্য সেদিকে হাসেনি। সিকান্দার রাজার ক্যাচটি ধরলেও ভারসাম্য হারিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। রিশাদের চতুর্থ শিকার হওয়া হলো না।

তবে তাতেও চাপা পড়ছে না তার দুর্দান্ত পারফরম্যান্স। শুরুতেই লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম দুই ওভারে করাচি কিংসের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন এই লেগ স্পিনার। – শান মাসুদ আউট হন স্যাম বিলিংসের গ্লাভসবন্দি ক্যাচে। – ইরফান খান বিগ শট খেলতে গিয়ে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন। – আর আব্বাস আফ্রিদিকে সাজঘরে ফেরান জামান খানের ক্যাচে।

রিশাদের বোলিং ফিগার দাঁড়ায়: ৪ ওভার, ২৬ রান, ৩ উইকেট।

এই অনন্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রিশাদ হোসেন পেয়েছেন ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কার। তাকে দেওয়া হয়েছে পাকিস্তানি ৩ লাখ রুপির চেক, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

এই ম্যাচ দিয়ে টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট শিকার করেছেন রিশাদ। ফলে বর্তমানে তিনি পিএসএলের শীর্ষ উইকেটশিকারি।

– ৬ উইকেট নিয়ে ‘ফজল মাহমুদ ক্যাপ’ এখন রিশাদের মাথায়। – যদিও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের আবরার আহমেদও নিয়েছেন সমান ৬ উইকেট, তবে ইকোনমি রেট ও বোলিং গড়ের হিসেবে এগিয়ে আছেন রিশাদই।

রিশাদের মতোই ছন্দে রয়েছে তার দল লাহোর কালান্দার্স। এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

লাহোরের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল, প্রতিপক্ষ মুলতান সুলতানস।

পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ
সর্বশেষ সংবাদ
  • সর্বাধিক পঠিত